ডায়েরিতে আমার একাত্তর
‘আজকে পাকিস্তান দিবস উপলক্ষে(?) বদলে স্বাধীন বাংলা প্রতিরক্ষা দিবস হিসেবে পালন করা হচ্ছে। ধানমন্ডিস্থ শেখ মুজিবের বাসভবনসহ সারা বাংলা দেশে (তখন বাংলাদেশ দুই শব্দে লেখা হতো) স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়। আজ চান্দলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে চান্দলা বাজারে এক সভার আয়োজন করা হয়। সেখানে আমি একখানা গান ও প্রায় ৫ মিনিট বক্তৃতা করি।’