ক্যাচের সঙ্গে জয়ের সুযোগটাও হাতছাড়া বাংলাদেশের
নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে অধরা জয়টা উঁকি দিয়েছিল বাংলাদেশের দুয়ারে। কিন্তু দু’বার জয়ের জাগিয়ে তোলা সম্ভাবনা দুটো ক্যাচ মিস করে হাতছাড়া করেছেন মুশফিকুর রহিমরা। মঙ্গলবার ক্রাইস্টচার্চের হেগলি ওভালে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তাই বাংলাদেশের মেনে নিতে হয়েছে ৫ উইকেটের হার। এক ম্যাচ থাকতে হারতে হয়েছে সিরিজ।
ঘুরে দাঁড়ানোর আশা নিয়ে শুরু করা ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭১ রান করে বাংলাদেশ। তামিম-মুশফিকের ব্যাটটা আরেকটু চওড়া হলে রানও কিছু বেশি হতে পারতো। কিন্তু শুরুর ৫৩ রানে কিউইদের ৩ উইকেট তুলে নিয়ে মুস্তাফিজুর রহমান-শেখ মাহেদি বুঝিয়ে দেন, রানটা লড়াইয়ের জন্য কম না।
বাংলাদেশ সিরিজ নয়, আইপিএলই গুরুত্বপূর্ণ ওই ছয়জনের কাছে
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে আজ দ্বিতীয় ওয়ানডে চলাকালে টিম সাউদিকে অধিনায়ক করে ১৩ সদস্যের দল ঘোষণা করেছেন নিউজিল্যান্ডের নির্বাচকেরা। আগামী ৯ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে আইপিএল, সেটার কথা মাথায় রেখে মূল দলের ছয় ক্রিকেটারকে বাইরে রেখে দল সাজিয়েছে কিউইরা। দলে সুযোগ পাওয়া আরও তিন ক্রিকেটার সিরিজ শেষে যোগ দেবেন আইপিএলে।
নিশামের ‘ফুটওয়ার্কে’ রানআউট তামিম (ভিডিও)
দ্বিতীয় ওয়ানডেতে দ্বিতীয় ওভারে উইকেট হারানো বাংলাদেশের ভালো সংগ্রহের ভিত গড়ে দিচ্ছিলেন তামিম ইকবাল। কিন্তু অযথা রান নেওয়ার তাড়ায় তাকে বিদায় নিতে হলো ৭৮ রানেই।
অবশ্য শুরুটা মোটেও স্বস্তিদায়ক ছিল না। ম্যাট হেনরির দ্বিতীয় ওভারেই ক্যাচ দিয়ে ফিরেছেন ওপেনার লিটন দাস।
তামিমের পঞ্চাশের পঞ্চাশ
বাংলাদেশের ব্যাটিং রেকর্ডে অনেকগুলো ‘প্রথম’ জন্ম হয়েছে যার ব্যাট থেকে, সেই তামিম ইকবাল গড়লেন আরেকটি কীর্তি। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করলেন ওয়ানডেতে ফিফটির ফিফটি।
নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মঙ্গলবার ক্রাইস্টচার্চে ফিফটি করেন তামিম। ওয়ানডেতে যেটি তার পঞ্চাশতম পঞ্চাশ। সঙ্গে ১৩টি সেঞ্চুরি তো আছেই, যেখানেও তিনি দেশের সবার ওপরে।
নিউ জিল্যান্ড-বাংলাদেশ ম্যাচে জেফ ক্রোর ৩০০
টসের সময় এমনিতে সবার দৃষ্টি থাকে মুদ্রার দিকে। আর দুই দলের অধিনায়কের দিকে। তবে এই ম্যাচে একটু বাড়তি মনোযোগ দাবি করতেই পারেন ম্যাচ রেফারি জেফ ক্রো। দারুণ এক মাইলফলক যে তিনি স্পর্শ করলেন!
নিউ-জিল্যান্ড ও বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ওয়ানডে আইসিসি ম্যাচ রেফারি হিসেবে ক্রোর ৩০০তম ওয়ানডে। তার আগে এই স্বাদ পেয়েছেন মাত্র ২ জন ম্যাচ রেফারি।