![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F31691a7e-bb20-4870-8449-70f05048f291%252F10.jpg%3Frect%3D100%252C0%252C2716%252C1426%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F34818d86-6a38-4324-a93c-fe69fb7446b6%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
উপকূলের ভাঙা ঘরে চলছে জীবন
জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ে উপকূলে বসবাসরত মানুষের ওপর। আইলা, সিডর আর আম্পানের আঘাত সামলে উঠছে উপকূলের মানুষ। কিন্তু শঙ্কা পিছু ছাড়েনি। খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী এলাকায় কাশীর হাটখোলা ও হাজতখালীর বাঁধে এখনো ভাঙা ঘরে বসবাস করছে বেশ কয়েকটি পরিবার। আজকের ছবির গল্প তাদের নিয়ে। ছবিগুলো সম্প্রতি তোলা।