সুন্দরবনে মরা বাঘিনী, পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকা থেকে আরো একটি মৃত রয়েল বেঙ্গল টাইগার (বাঘিনী) উদ্ধার হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে নিয়মিত টহলকালে রেঞ্জের ২নম্বর কম্পার্টমেন্টের ধনচেবাড়িয়ার চরে বাঘের মৃতদেহটি দেখতে পান বনরক্ষীরা।
পরে সেটি উদ্ধার করে ওই রাতেই রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। শনিবার সকাল ১০টা দিকে ময়না তদন্ত শেষে নমুনা সংগ্রহের করে বাঘের মৃতদেহটি রেঞ্জ অফিস চত্বরে মাটিচাপা দেওয়া হয়েছে। এ নিয়ে গত তিন বছরে শরণখোলা রেঞ্জ থেকে তিনটি বাঘের মৃতদেহ এবং বাঘের চামড়া উদ্ধার হলো।