‘আমজনতা সিরিয়ালে, ভিআইপি ডাইরেক্ট’
গোপালগঞ্জের শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। নিজের গাড়ি নিয়ে ঢাকা থেকে গ্রামে যাতায়াত করেন। আর প্রায় প্রতি যাত্রাতেই ভুগতে হয় ‘ভিআইপি সমস্যায়’। শেখ সিরাজুল ইসলাম বলেন, গত ২০ ফেব্রুয়ারি তিনি ঢাকা থেকে গোপালগঞ্জ আসেন। আসার পথে শিমুলিয়া ঘাটে ফেরিতে ওঠার জন্য তাঁকে ছয় ঘণ্টা অপেক্ষায় থাকতে হয়। তখন সাধারণ মানুষের গাড়িগুলো সার বেঁধে অপেক্ষা করলেও ভিআইপিদের গাড়িগুলোকে পটাপট ফেরিতে উঠিয়ে দেওয়া হচ্ছিল। পুলিশ, আনসার ও ঘাটের কর্মীরা ভিআইপিদের এ সেবা দিয়ে যাচ্ছিলেন।
তিনি বলেন, ‘ঘাটের নিয়ম সব যানবাহন সিরিয়াল মেনে ফেরিতে উঠবে। কিন্তু ভিআইপিরা এসব সিরিয়ালের ধার ধারেন না। তাঁদের গাড়ি ডাইরেক্ট ফেরিতে উঠে যায়। আর আমরা আমজনতা আইন মেনে লাইনে পড়ে থাকি। এক লাইনে পাঁচ থেকে ছয় ঘণ্টা চলে যায়। লম্বা ছুটি থাকলে ভিআইপি অত্যাচার আরও বেড়ে যায়। তখন ৮ থেকে ১০ ঘণ্টাও অপেক্ষায় থাকতে হয়।’