অ্যাস্ট্রাজেনেকার টিকা: রক্ত জমাটের কারণ ও প্রতিকার জানার দাবি একদল গবেষকের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২০ মার্চ ২০২১, ১১:১২
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা নেওয়ার পর অনেকের শরীরে রক্ত জমাট বেধে যাওয়ার যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিচ্ছে, তার কারণ ও প্রতিকার খুঁজে পাওয়ার দাবি করেছেন জার্মানি ও অস্ট্রিয়ার একদল চিকিৎসক।
জার্মানির সম্প্রচার মাধ্যম এনডিআরের বরাত দিয়ে ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, সেদেশের উত্তরাঞ্চলের গ্রাইফজভালড টিচিং হসপিটালের গবেষকরা শুক্রবার ওই ঘোষণা দেন।
গবেষকরা বলছেন, কী কারণে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর কিছু মানুষের দেহে অস্বাভাবিকভাবে রক্ত জমাট বাঁধছে, তার কারণ তারা খুঁজে বের করতে পেরেছেন।