চলচ্চিত্রে ১৬ বছর পার করেছেন দক্ষিণ ভারতের তারকা অভিনেত্রী তামান্না ভাটিয়া। ১৫ বছর বয়সে চান্দ সা রোশান চেহরা ছবির মাধ্যমে বড় পর্দায় আসেন তিনি। এখন পর্যন্ত অভিনয় করেছেন ৬৪টি সিনেমায়। আর এই মুহূর্তে তামান্না দক্ষিণ ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী।
ফিটনেস আইকন হিসেবেও খ্যাতি আছে তামান্নার। ১৯৮৩ সালের রিমেক হিম্মতওয়ালার মাধ্যমে ২০১৩ সালে হিন্দি সিনেমায় অভিষেক হয় তাঁর। হানড্রেড পারসেন্ট লাভ, রেবেল, হামশাকালস, এন্টারটেইনমেন্ট, টুটাক টুটাক টুটিয়া, বাহুবলী সিনেমাগুলোর মাধ্যমে কেবল দক্ষিণ ভারতেই নয়, ভারতবর্ষের প্রথম সারির তারকাদের তালিকায় উঠে এসেছেন তিনি। সম্প্রতি এক ‘ভার্চ্যুয়াল হোম ট্যুরে’ নিজের বাড়ি ঘুরিয়ে দেখিয়েছেন ভক্তদের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.