![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F1b0c4e31-e49d-48b0-b727-2f39bf26dab6%252FPIROJPUR_DH0581_20210319_PIROJPUR_PIC_19_JPG.JPG%3Frect%3D0%252C141%252C360%252C189%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
প্রার্থীর সমর্থনকারীকে তুলে নেওয়ার অভিযোগ, প্রার্থিতাও বাতিল
পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার বালিপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান অভিযোগ করেছেন, তাঁর মনোনয়নপত্রের সমর্থক এনায়েত সিকদারকে (৫০) শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন বয়াতীর লোকজন তুলে নিয়ে গেছেন।
বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এস এম রোকনুজ্জামান খান মনোনয়ন যাচাই–বাছাই শেষে সমর্থক এনায়েত সিকদারের স্বাক্ষর গরমিল থাকায় মানোনয়নপত্র বাতিল করেন।