![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2021/03/19/image-230470-1616152822.jpg)
পাবনায় মাদকসক্ত ছেলের হাতে মা খুন
পাবনার চাটমোহরে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন মা যমুনা রানী সরকার (৫৫)। শুক্রবার (১৯ মার্চ) বিজ্ঞ আদালতে নিজের দোষ স্বীকার করেছে নিহতের ছেলে স্বপন কুমার সরকার (২৫)। নিহত যমুনা রানী সরকার পৌর শহরের দোলং মহল্লার মৃত গোসাই সরকারের স্ত্রী।
এ ঘটনায় নিহতের মেয়ে সরস্বতী রানী কুন্ডু বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গত বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে বাড়ির পাশের বাগান থেকে বিধবা যমুনা রানী সরকারের লাশ উদ্ধার করে থানা পুলিশ।