তালায় সমন্বিত পদ্ধতিতে হলুদ চাষে লাভবান হচ্ছেন কৃষক
সাতক্ষীরার তালা উপজেলায় হলুদের ফলন ভাল হয়েছে। বিশেষ করে সমন্বিত পদ্ধতিতে হলুদ চাষে লাভবান হচ্ছেন কৃষকরা। চাহিদা মিটিয়ে হলুদ ঢাকাসহ বিভিন্ন জেলাতে সরবরাহ করা হচ্ছে। এলাকার বেশিরভাগ হাট-বাজারে এখন হলুদ বেচা-কেনা চলছে।
বর্তমানে হলুদ থেকে গুড়া উৎপাদন করতে শত শত শ্রমিক এ পেশায় আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। উৎপাদন খরচের চেয়ে দাম বেশি পাওয়াতে কৃষকরা হলুদ চাষে আগ্রহী হয়ে উঠছেন। এক সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এ এলাকায় হলুদ কিনতে আসত।