![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F66075672-c222-4c07-978e-2d1d6bed77fa%252Fprothomalo_import_media_2016_10_05_c18362de063309257b6ffed6f2269ff9_Untitled_14.jpg%3Frect%3D0%252C0%252C1248%252C655%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
মালদ্বীপের সঙ্গে টুনা মাছ প্রক্রিয়াকরণের প্রস্তাব
প্রথম আলো
প্রকাশিত: ১৯ মার্চ ২০২১, ১৩:৩৯
বাংলাদেশ ও মালদ্বীপের যৌথ উদ্যোগে টুনা মাছ প্রক্রিয়াকরণের জন্য মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ফায়াজ ইসমাইলকে প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম। তিনি বলেন, টুনা মাছ প্রক্রিয়াকরণে বাংলাদেশের উৎপাদন সক্ষমতাকে কাজে লাগানোর সুযোগ আছে।
মালদ্বীপের মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গতকাল বৃহস্পতিবার এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম এই প্রস্তাব দেন। এ সময় উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ২ সপ্তাহ আগে