দলই চা-বাগানে পাতা সংগ্রহ শুরু
কমলগঞ্জ উপজেলার দলই চা-বাগানে আনুষ্ঠানিকভাবে চা-পাতা চয়ন শুরু হয়েছে। মৌসুমের প্রথম ব্যক্তিমালিকানাধীন দলই বাগানে চা-পাতা চয়নের উদ্বোধন করেন সিলেট টি কোম্পানি লিমিটেডের এজিএম। গত বৃহস্পতিবার সকাল ১০টায় শ্রমিকদের আনুষ্ঠানিকতা শেষে চা-বাগানের ৫ নম্বর সেকশনে পাতা চয়নের উদ্বোধন করা হয়।
সরেজমিনে দেখা যায়, বাগানের সেকশনে সেকশনে চা-গাছ নতুন কুঁড়িতে ভরে হয়ে উঠেছে। দলই চা-বাগান কর্তৃপক্ষ ও চা-শ্র্রমিকরাও চা-পাতা উত্তোলনে অধীর আগ্রহে অপেক্ষমাণ। সাধারণত ডিসেম্বরে মৌসুমের শেষে চা-গাছ ছাঁটাই বা কলমের পর নিয়মানুযায়ী দুই-তিন মাস চা-বাগানে চা-পাতা উৎপাদন বন্ধ থাকে। ফলে চা-কারখানাও অলস থাকতে হয়। সেচ সুবিধা ও বৃষ্টিপাতের কারণে নতুন কুঁড়ি গজানোর পর আনুষ্ঠানিকভাবে চা-পাতা চয়নের মাধ্যমে শুরু হয় চায়ের উৎপাদন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- 'গাছ ও পাতা'
- চা বাগান
- সংগ্রহ