পর পর ২ দিন লাফিয়ে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, কমানো যাচ্ছে না সংক্রমণের হার
রাজ্যে নতুন করোনা রোগীর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। মঙ্গলবার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৫৫। বুধবার তা বেড়ে হয়েছিল ৩০৩। বৃহস্পতিবার দৈনিক সংক্রমিতের সংখ্যা আরও খানিকটা বেড়ে হল ৩২৩ জন। পাশাপাশি কমানো যাচ্ছে না সংক্রমণের হারও। মঙ্গলবার রাজ্যে টিকাকরণ হয়েছিল ২ লক্ষ ৭৮ হাজার ৯০৩ জনের। অথচ বুধবার টিকাকরণ হয়েছে তার অর্ধেকেরও কম, ১ লক্ষ ৩০ হাজার ৮০ জনের।
স্বাস্থ্য দফতর প্রকাশিত বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩২৩। গত ২৪ জানুয়ারি রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৮৯। তার দেড় মাসেরও বেশি সময় পর বৃহস্পতিবার দৈনিক আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.