![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2021/Mar/18/1616080898286.jpeg&width=600&height=315&top=271)
কুড়িগ্রামে কলেজ শিক্ষক হত্যাচেষ্টায় মামলা
কুড়িগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা ও কলেজ শিক্ষক আতাউর রহমান মিন্টুকে হত্যাচেষ্টার ঘটনার দুই দিন পর মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেল ৩টার দিকে আতাউর রহমান মিন্টুর পিতা আলতাফ হোসেন সরকার নিজে উপস্থিত হয়ে রাজারহাট থানায় এই মামলা দায়ের করেন। মামলা নম্বর ৬। এজাহারে ১১ জনের নাম উল্লেখপূর্বক আরও ৪-৫ জন অজ্ঞাতনামাকে আসামি করে এই মামলা দায়ের করা হয়েছে।