You have reached your daily news limit

Please log in to continue


শ্রীলঙ্কার বিদেশি কোচদের বস্তাপচা বললেন রানাতুঙ্গা

১৯৯৬ বিশ্বকাপ জয়ী দল তারা। ২০০৭ ও ২০১১ সালে খেলেছে ফাইনাল। সেই শ্রীলঙ্কাই কিনা ২০১৯ সালে সর্বশেষ বিশ্বকাপের গ্রুপ পর্বের বৈতরণিই পেরোতে পারেনি! র‌্যাঙ্কিংয়েও খুব একটা ভালো অবস্থানে নেই তারা। আইসিসির সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে টেস্টে তাদের অবস্থান সপ্তম স্থানে। ওয়ানডেতে আছে আট নম্বরে, টি-টোয়েন্টিতে আরও বাজে—দশম স্থানে! শ্রীলঙ্কার এই অবস্থার পেছনে শ্রীলঙ্কা ক্রিকেটেরই (এসএলসি) দায় দেখছেন দলটির সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। ১৯৯৬ বিশ্বকাপ শ্রীলঙ্কা রানাতুঙ্গার নেতৃত্বেই জিতেছিল। অনেক আগেই রাজনীতিতে নাম লেখানো শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মনে করেন, এসএলসি ‘বস্তাপচা’ বিদেশি কোচ এনে শুধু শুধুই অর্থ ব্যয় করছে। এর বদলে তারা স্থানীয় প্রতিভাবান কোচদের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত করলে দলের অবস্থা আরও ভালো থাকত বা হতো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন