কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তিনি ভাড়াটে মামলাবাজ অর্ধশত মামলার বাদী

ইত্তেফাক ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয় প্রকাশিত: ১৭ মার্চ ২০২১, ২০:৪৩

তিনি কখনও সাংবাদিক, কখনও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, কখনও নিজেকে পরিচয় দেন এমপি-মন্ত্রীর কাছের লোক হিসেবে। এসব ভুয়া পরিচয়কে বিশ্বাসযোগ্য করতে প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের ছবিও কারসাজি করে তৈরি করেন তিনি। তারপর কখনও নিজের, কখনও অন্যের প্রতিপক্ষকে ঘায়েল করতে মামলা করেন তিনি। অর্থের বিনিময়ে ভাড়ায় মামলা করাই তার মূল পেশা। দেশের বিভিন্ন আদালত এবং থানায় এভাবেই শতাধিক ভুয়া মামলা করেছেন তিনি।

অবশেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দাদের (ডিবি) জালে ধরা পড়েছেন এই অভিনব প্রতারক। প্রতারকের নাম আজিজুল হক পাটোয়ারী। গ্রেফতারের পর নিজেকে তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বলেও দাবি করেন তিনি। দেশের বিভিন্ন আদালত ও থানায় তিনি বাদী হয়ে প্রায় অর্ধশত মামলা দায়ের করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও