 
                    
                    অবৈধভাবে বালু উত্তোলন, ট্রলারমালিককে জরিমানা
খুলনার পাইকগাছা উপজেলার কপোতাক্ষ নদে অবৈধভাবে খননযন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছে—এমন খবর পেয়ে সেখানে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। জিনস প্যান্ট ও পাঞ্জাবি পরা অবস্থায় নেমে পড়েন কাদায়। পরে এক ট্রলারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বুধবার সকালে পাইকগাছা পৌরসভা ও রাড়ুলি ইউনিয়নের মধ্যবর্তী কপোতাক্ষ নদের আলোকদ্বীপ এলাকায় ওই ঘটনা ঘটে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, খবর পেয়ে ছুটে যান ইউএনও খালিদ হোসেন। সরকারি কর্মকর্তাকে দেখে ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে নদীর তীর বরাবর ট্রলারটিকে থামান তিনি। তখন ট্রলারটি মধ্যনদীতে নোঙর করে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জরিমানা
- অবৈধভাবে বালু উত্তোলন
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                