পৃথিবীতে বঙ্গবন্ধুর মতো নেতা বিরল : তোফায়েল আহমেদ
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ১৭ মার্চ ২০২১, ১৮:৫৫
ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর জন্মের মধ্যেই আমাদের স্বাধীনতার বীজ নিহীত ছিল। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে একত্রিত করেছিলেন এবং তিনি নিরস্ত্র জাতিকে সশস্ত্র জাতিতে রূপান্তরিত করেছিলেন। ৭ মার্চের ভাষণ আজকে বিশ্বে ইউনেস্কো কর্তৃক অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। বঙ্গবন্ধু ছিলেন একজন বিচক্ষণ নেতা, পৃথিবীতে তার মতো নেতা বিরল।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বুধবার দুপুরে ভোলা বাংলা স্কুল মাঠে ভোলা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।