তারকারা কি পারবেন বিজেপি বা তৃণমূলকে ক্ষমতায় আনতে?
আগামী ২৭ মার্চ থেকে আট দফায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনের জন্যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। ভারতীয় জনতা পার্টিও (বিজেপি) তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। দুই দলেই আছে একাধিক তারকা প্রার্থী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উভয় দলই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে তারকা শক্তি ব্যবহার করতে চাইছে। তৃণমূল কংগ্রেস এমন সব আসনে তারকাদের প্রার্থী করেছে, যেসব আসনে তাদের আগের রেকর্ড মোটেও ভালো নয়। কিন্তু, তারকারা কি পারবেন বিজেপি বা তৃণমূলকে ক্ষমতায় আনতে?
প্রাক্তন তৃণমূল হেভিওয়েট প্রার্থী আসানসোলের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগ দেওয়ায় আসানসোল থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা সায়নী ঘোষ। ২০১৪ সালের লোকসভা নির্বাচন থেকে আসানসোলে বিজেপির তারকাপ্রার্থী বাবুল সুপ্রিয় জয়ী হয়ে আসছেন।