![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fbran-cover-20210317123819.jpg)
বোরকা পরেও রক্ষা পেলেন না যুবক
বোরকা পরেও রক্ষা পেলেন না মাদক কারবারি ইমরান (২৫)। বুধবার (১৭ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা বিশ্বরোড মোড় থেকে ফেনসিডিলসহ তাকে আটক করে পুলিশ।
এসয় তার সাথে থাকা মো. সবুজ (২০) নামে আরও এক যুবককে আটক করা হয়। আটক ইমরান নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের মোড়াপাড়ার মৃত জুয়েল মিয়ার ছেলে। অপর দিকে মো. সবুজ একই এলাকার মৃত শরীফ মিয়ার ছেলে।