নওগাঁর হাটে বেড়েছে চিনি আতপ ধানের সরবরাহ
নওগাঁর হাটগুলোতে চিনি আতপ ধানের সরবরাহ বেড়েছে। সরবরাহ বাড়ায় দেড়শো টাকা পর্যন্ত পড়ে গেছে ধানের দর। দাম কমিয়ে দেওয়া ব্যাবসায়ীদের কারসাজি বলে মনে করছে কৃষকরা। তবে ব্যবসায়ীরা দেখাচ্ছেন ভিন্ন অজুহাত। প্রান্তিক চাষিরা গোলায় রাখা ধান বিক্রির জন্য ভোরেই হাটে তোলেন।
নওগাঁর সরস্বতীপুর হাটে বেড়েছে চিনি আতপ ধানের সরবরাহ। সরবরাহ বাড়ায় ক্রেতারা খুশি হলেও মন প্রতি দেড়শো টাকা দরে কমায় হতাশ চাষিরা। চালের দর না কমলেও ধানের বাজারে দরপতনকে ব্যবসায়ীদের কারসাজি বলে মনে করছে কৃষকরা । কৃষকরা জানান, ধানের যে দাম বলতেছে এতে আমাদের খরচও উঠছে না।