বইমেলায় থাকবে ৩ স্তরের নিরাপত্তা, স্বাস্থ্যবিধিতে কড়াকড়ি
সম্প্রতি অনুষ্ঠিত হতে যাওয়া বইমেলার এবারের আসরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়। মঙ্গলবার (১৬ মার্চ) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
এছাড়া, মেলার চারপাশ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বসানো থাকবে। মোবাইল পেট্রোলের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর থাকবে বলেও জানান তিনি। কৃষ্ণপদ রায় জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন কোন বই যাতে মেলায় প্রদর্শিত না হয়, সেদিকে নজরদারি করা হবে।