রাইত ওইলেই শুরু অয় জ্বালা-যন্ত্রণা, ঘুমাইতে পারি না
দিনে মাইনসের মইদ্যে থাকি তাই ট্যার পাই না। রাইত ওইলেই পায়ে জ্বালা-যন্ত্রণা শুরু অয়। ঘুমাইতে পারি না। বাম পাওডায় (পা) ঘা ওইয়া গ্যাছে। নিজেতো পঙ্গু। কামাই রোজগার নাই। টাহার অভাবে অ্যাহন ভালো ডাক্তাও দ্যাহাইতে পারি না।
এমন দুর্বিসহ কষ্টের কথাগুলো বললেন সড়ক দুর্ঘটনায় দুই পা হরানো বাগেরহাটের শরণখোলা উপজেলা খোন্তাকাটা ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের দরিদ্র ভ্যানচালক আ. সবুর হাওলাদার (৫০)। ২০১৯ সালের ৫ আগস্টের ঘটনা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- চিকিৎসা সেবা
- অসহায় মানুষ
- পঙ্গুত্ব