![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F30c94ca1-cf7d-4104-b10c-41f27d27f29c%252FShoaib_Akhtar.jpg%3Frect%3D0%252C0%252C1165%252C612%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F34818d86-6a38-4324-a93c-fe69fb7446b6%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
কী দেখে ভাষা হারালেন শোয়েব আখতার?
প্রথম আলো
প্রকাশিত: ১৪ মার্চ ২০২১, ২০:০৩
শোয়েব আখতার কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন! তিনি নিজেই বলেছেন, এমনটা খুব কমই হয়। মানুষ কষ্টে কিংবা খুশিতে ভাষা হারিয়ে ফেলে। শোয়েব ভাষা হারিয়েছেন খুশিতেই। রাওয়ালপিন্ডির একটা ক্রিকেট মাঠ নিজের নামে নামকরণ দেখেই তাঁর এই অবস্থা।