মাঠপর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ আবারও এক নির্দেশনায় মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আবশ্যিকভাবে এ সময়ে অফিসে অবস্থান করার কথা জানিয়েছে। তবে এখনও অনেক কর্মকর্তা এ সময়ে অফিসে উপস্থিতির হার কম।
সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা এবং সরকারি কর্মকাণ্ডে গতি আনতে ও সমন্বয় বাড়ানোর জন্য এসময়ে অফিসে অবস্থান করে অফিসের কার্যক্রম পরিচালনা করতে বলা হয়। দাপ্তরিক কর্মসূচি প্রণয়নের সময়ও সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থান যাতে ব্যাহত না হয়, সে বিষয়টি লক্ষ রাখতেও বলা হয়েছিল ওই পরিপত্রে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.