![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F545b4f03-d3b1-4985-8887-1c3cb696441a%252FDhaka_DH0526_20210311_SAVAR_AGUN.jpg%3Frect%3D0%252C18%252C960%252C504%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
‘নেশাগ্রস্ত বাসচালকের লাইসেন্সও ছিল না’
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় নরসিংহপুরে বাসের চাপায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় বাসের চালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার রাতে সাভারের জামতলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় নরসিংহপুরে বাসের চাপায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় বাসের চালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার রাতে সাভারের জামতলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।