শিক্ষক সেজে উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র
বগুড়ার ধুনট উপজেলায় প্রতারক চক্র শিক্ষক ও কর্মকর্তা সেজে ফোন দিয়ে পিন (ওটিপি) নম্বর নিয়ে অভিভাবকদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৩ মার্চ) পর্যন্ত মোবাইল ব্যাংকিং সিস্টেমের প্রযুক্তির অপব্যবহার করে কমপক্ষে শতাধিক অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে।