দরকার হলে ঘর খালি করে হরলান্ডকে আনবে বার্সা

প্রথম আলো এফসি বার্সেলোনা প্রকাশিত: ১৩ মার্চ ২০২১, ১৪:৩৫

জোসেপ মারিয়া বার্তোমেউর অন্ধকার যুগ থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে এসেছে বার্সেলোনা। দলটার সভাপতির পদে এখন জায়গা করে নিয়েছেন হোয়ান লাপোর্তা। সেই লাপোর্তা, বার্সেলোনার ইতিহাসের সফলতম অধ্যায়টা এসেছিল যাঁর অধীনে। রোনালদিনিও, মেসিদের মতো অনেক ফুটবলারের ‘তারকা’ হয়ে ওঠা যাঁর সময়ে।

লাপোর্তার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াজোড়া বার্সা–সমর্থকেরা আশায় বুক বেঁধেছেন আবার। সবার স্বপ্ন, যে লাপোর্তার অধীনে এককালে রোনালদিনিও, থিয়েরি অঁরি, দানি আলভেস, ডেকো, স্যামুয়েল ইতোর মতো বিশ্বখ্যাত তারকারা দলে এসেছিলেন, সে লাপোর্তাই এবার দলে এখনকার বিশ্বখ্যাত কিছু তারকাকে বার্সেলোনায় নিয়ে আসবেন। লাপোর্তা নিজেও বোঝেন সেটা। বোঝেন বলেই বরুসিয়া ডর্টমুন্ডের তরুণ নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং ব্রট হরলান্ডকে দলে আনার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন এই সভাপতি। এমন খবরই দিয়েছে মার্কা, এএস, স্পোর্তসহ বেশ কিছু স্প্যানিশ সংবাদমাধ্যম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও