You have reached your daily news limit

Please log in to continue


মিলেমিশেই মেঘনায় ঘের

কারখানা আর বর্জ্যের কারণে ঢাকার চারপাশের নদ-নদীগুলোর পানি দূষিত হয়ে পড়েছে এক দশক ধরে। এসব নদ-নদীতে মাছ নেই বললেই চলে। কিন্তু মুন্সিগঞ্জের গজারিয়া থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ হয়ে আড়াইহাজার উপজেলার বিষনাদী ফেরিঘাট এলাকায় মেঘনার পানি এখনো টলটলে স্বচ্ছ। যদিও কয়েক বছর ধরে স্থানীয় কিছু প্রতিষ্ঠানের বর্জ্য মেঘনায় ফেলা হচ্ছে। গজারিয়া থেকে বিষনাদী পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে মেঘনায় নানা দেশি মাছ ধরা পড়ে জেলেদের জালে। কিন্তু কয়েক বছর ধরে একটি প্রভাবশালী চক্র ওই ২৫ কিলোমিটার এলাকার মেঘনা নদীতে ডালপালা ও বাঁশ পুঁতে ছোট জাল ফেলে ঘের দিয়ে রাখছে। ওই চক্রে আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি বিএনপির স্থানীয় নেতারাও রয়েছেন। তাঁরা সাধারণ জেলেদের মাছ ধরতে দেন না। এভাবে পোনাসহ বিভিন্ন প্রজাতির মাছ শিকার করায় মাছের অভয়াশ্রম নষ্ট হচ্ছে এবং দিনে দিনে মাছ কমছে বলে অভিযোগ স্থানীয় লোকজনের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন