![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F273db835-279c-4e74-a47b-4d9d98e1130b%252Fmurder.png%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
সিদ্ধিরগঞ্জে মাদ্রাসাছাত্রকে হত্যার অভিযোগে মামলা, শিক্ষকসহ গ্রেপ্তার ৭
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাব্বির হোসেন (১৪) নামের এক মাদ্রাসাছাত্রকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ শুক্রবার দুপুরে রসুলবাগ মাঝিপাড়া রওজাতুল উলম মাদ্রাসা থেকে তিন শিক্ষক ও চার ছাত্রকে গ্রেপ্তার করেছে।
ছাব্বির ওই মাদ্রাসায় হিফজ বিভাগে পড়ত। এ ঘটনায় শুক্রবার দুপুরে নিহত ছাব্বিরের বাবা জামাল হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। তিনি রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার বাসিন্দা। পরিবারের দাবি, ছাব্বিরকে হত্যার পর এ ঘটনা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে।