![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fchua-20210312155528.jpg)
পরাজিত প্রার্থীর কর্মীর দোকানে হামলা, বিস্ফোরণে যুবক আহত
চুয়াডাঙ্গার জীবননগরে পরাজিত প্রার্থীর কর্মীর দোকানে হামলা ও বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটিয়ে আল আমিন (১৮) নামে এক যুবককে আহত করেছে প্রতিপক্ষের সমর্থকরা। বৃহস্পতির (১১ মার্চ) পৌর এলাকার সুবলপুর গ্রামে এ ঘটনা ঘটে। জীবননগর উপজেলার সুবলপুর গ্রামের পশ্চিমপাড়ার সরজত আলী বিশ্বাস বলেন,
পৌর নির্বাচনে ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আপেল মাহমুদের পানির বোতল প্রতীকের পক্ষে কাজ করেছিলাম। ওই নির্বাচনে আমাদের প্রার্থী পরাজিত হয়। বিজয়ী কাউন্সিলর প্রার্থী আপিল উদ্দিনের কর্মী-সমর্থক বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যার দিকে স্থানীয় শফি উদ্দিনের ছেলে নাঈম,