![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252Fee68fd4f-3361-4fc4-ad09-51949e06af5a%252F123834614_994441624385177_7885048850437862495_o.jpg%3Frect%3D0%252C0%252C1280%252C672%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2021-02%252F0c4584f0-e7e8-4bb4-b8a6-ad23e46b76d3%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
‘নায়িকা’ দীঘির হলো শুরু
প্রথম আলো
প্রকাশিত: ১২ মার্চ ২০২১, ১০:০০
সেই ছোট্ট দীঘির আজ যাত্রা শুরু হলো নায়িকা হিসেবে। ঢালিউড অভিনেতা সুব্রত ও অভিনেত্রী দোয়েলের মেয়ে দীঘি শৈশব থেকেই চলচ্চিত্রাঙ্গনের সবার আদরের। শিশুশিল্পী হিসেবে তাঁর অভিনয় মন কেড়েছিল কোটি মানুষের। তাঁকে আজ থেকে পাওয়া যাবে পরিণত অভিনয়শিল্পী হিসেবে, নায়িকার ভূমিকায়।
পরিবার ও বন্ধুদের নিয়ে শৈশব-কৈশোরে অনেকবার প্রেক্ষাগৃহে গেছেন প্রার্থনা ফারদিন দীঘি। নিজের অভিনীত সিনেমা দেখেছেন। নিজের প্রথম ছবিও দেখতে যাবেন তিনি। বললেন, ‘ছবিটা যেদিন মুক্তি পাচ্ছে, সেদিনও আমার শুটিং থাকবে। কিন্তু নিজের প্রথম ছবি বলে কথা, দেখতে তো যেতেই হবে। সন্ধ্যার পর পরিচালকের কাছ থেকে কয়েক ঘণ্টা ছুটি নিয়ে হলে যাব। ছোটবেলায় ছবি দেখতে যেতাম, বড় হয়ে নিজের ছবি দেখতে যাওয়াটা হবে একেবারে ব্যতিক্রম এক ঘটনা।’ কেমন লাগছে দীঘির? যদি পরিচালক ছুটি না দেন?