
শিক্ষা প্রতিষ্ঠান খুলুক জ্বলে উঠুক বাতিঘর
স্কুল কলেজ খুলছে। প্রধানমন্ত্রীর নির্দেশ এবং শিক্ষামন্ত্রীর কথামতো স্বাধীনতার এই মাসেই খুলতে যাচ্ছে সব। বলে রাখি যে দেশে আছি সিডনি শহরে ঘোর করোনা কালের কিছুদিন বাদে সবকিছু খোলা রেখেছিল সরকার। বাস্তবতা ভিন্ন দু’দেশের। মূলত জনসংখ্যার পার্থক্য আর সমাজ নিয়ন্ত্রণ এখানে বড় বিষয়। উন্নত দেশ অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের তুলনা করা অনুচিত। এখানে স্কুল কলেজ বন্ধ রাখার বিপদ ভিন্ন ধরনের।