![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F1026fced-08ba-47b3-a4d9-aef41c3e4523%252F_DH1240_20210311_IMG_20210311_WA0000.jpg%3Frect%3D0%252C0%252C1280%252C672%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
জগন্নাথপুরের সেই দুই গ্রামের ৩৫টি পরিবার পেল বিদ্যুৎ–সংযোগ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সেই দুই গ্রামের ৩৫ পরিবার বিদ্যুৎ–সংযোগ পেয়েছে। গত মঙ্গলবার প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘দুই বছর ধরে ঘুরেও বিদ্যুৎ–সংযোগ পায়নি ৩৫ পরিবার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বিদ্যুৎ বিভাগ দ্রুত গ্রাম দুটিতে সংযোগ দেওয়ার পদক্ষেপ নেয়।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আছিমপুর গ্রামে ও বেলা দুইটার পর কুবাজপুর আহমেদাবাদ গ্রামে বিদ্যুৎ–সংযোগ দেওয়া হয়।