![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fvery_big_1%2Fpublic%2Ffeature%2Fimages%2F159900542_3758148207604636_3514606990058253355_n.jpg%3Fitok%3DXjY52ZOn)
কক্সবাজারে হাতির শাবক উদ্ধার
কক্সবাজার জেলার টেকনাফ থেকে একটি হাতির শাবক উদ্ধার করেছেনি বনকর্মীরা। গতকাল বুধবার বিকেলে টেকনাফ উপজেলার হোয়াইক্যং বন রেঞ্জের আওতাধীন হোয়াইক্যং-শামলাপুর সড়ক সংলগ্ন খাইখালী খালের পাশ থেকে ওই শাবকটি উদ্ধার করা হয়। শাবক হাতিটির উচ্চতা তিন ফুট।
বনকর্মীদের ধারণা, শাবকটি দলছুট হওয়ার কারণে পথভ্রষ্ট হয়ে ভিন্ন পথে চলে আসায় একাকি হয়ে পড়ে।
হোয়াইক্যং বনরেঞ্জ কর্মকর্তা আব্দুল মতিন ঘটনাস্থলে পৌছে তাৎক্ষণিকভাবে হাতির শাবকটি হোয়াইক্যং বনরেঞ্জ কার্যালয়ে নিয়ে আসেন।