কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে দগ্ধ তিন শিশুর অবস্থা আশঙ্কাজনক

প্রথম আলো শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রকাশিত: ১১ মার্চ ২০২১, ১১:১৯

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম মাসদাইর এলাকায় একটি ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিন শিশুর অবস্থা আশঙ্কাজনক। দগ্ধ বাকি দুজন আশঙ্কামুক্ত। এর আগে গতকাল বুধবার ভোরে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দগ্ধ মো. মিশাল (২৬)।

আজ বৃহস্পতিবার সকালে মুঠোফোনে নিহত মিশালের শ্বশুর শহীদ হোসেন প্রথম আলোকে বলেন, অগ্নিদগ্ধ তাঁর দেড় বছরের নাতি মিনহাজ, নিহত মিশালের ভাতিজা মো. মাহফুজ (১৩) ও মিশালের ভায়রার ছেলে সাব্বির হোসেনের (১৫) অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শরীরের অধিকাংশ জায়গা পুড়ে গেছে। এ ছাড়া একই ঘটনায় দগ্ধ নিহত মিশালের স্ত্রী মিতা বেগম (২৩) ও তাঁর মেয়ে আফসানা আক্তার (৪) এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও