You have reached your daily news limit

Please log in to continue


ঢাকার ২ মেয়রের ৪ বছর: ব্যর্থতায় ঢেকে গেছে সাফল্য

ঢাকার দুই মেয়র এ সপ্তাহে তাদের মেয়াদের শেষ বছরে পা দিতে যাচ্ছেন। কিন্তু, এই দীর্ঘ সময়েও মশা নিয়ন্ত্রণে ব্যর্থতা অন্যান্য ক্ষেত্রে তাদের অল্পবিস্তর সাফল্যকে ঢেকে দিয়েছে।

দায়িত্ব নেওয়ার আগে শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম বায়ুদূষণ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এখনো ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় বেশিরভাগ সময় প্রথম দিকেই থাকছে।

তবে ঈদুল আজহায় কোরবানির পর সৃষ্ট বর্জ্য দ্রুত সময়ের মধ্যে অপসারণের কৃতিত্ব দুই মেয়রকে দিতেই হবে। গত ঈদে ঢাকার বেশিরভাগ এলাকার বর্জ্য কয়েক ঘণ্টার মধ্যেই পরিষ্কার করা হয়েছিল। তারা দখলদারদের হাত থেকে বেশ কিছু খাল মুক্ত করেছেন এবং বুড়িগঙ্গার আদি চ্যানেল পুনঃখনন করছেন।

২০২০ সালের ১৩ মে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে আতিকুল এবং এর তিন দিন পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে তাপস দায়িত্ব নেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের আগে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত আতিকুল ও তাপস উভয়েই তাদের নির্বাচনী ইশতেহারে শহরকে মশামুক্ত করার অঙ্গীকার করেছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন