‘কোনো মানুষই নেই, রয়ে গেছে শুধু শহরটি’
১০ বছর আগে জাপানের ফুকুশিমায় পারমাণবিক বিপর্যয়ে মাসাকাজু দাইবুর পরিবারে নেমে এসেছিল অন্ধকার। পারমাণবিক তেজস্ক্রিয়া থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিল পরিবারটি। গত বছর বাড়িতে ফিরেছেন দাইবু। আবার চালুও করেছেন পারিবারিক রেস্তোরাঁটি। কিন্তু সমস্যা হচ্ছে, ক্রেতা খুঁজে পান না। ভয়ে বেশির ভাগ লোক এলাকায় না ফেরায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
৬৫ বছর বয়সী দাইবু এএফপিকে বলেন, ‘কোনো মানুষই নেই। শুধু রয়ে গেছে শহরটি। এটি আসলে একটি সিনেমার দৃশ্যের মতো। আমি কোনো মানুষের মুখের শব্দ শুনতে পাই না। শুধু বন্য কুকুর, গরু ও শূকরের ডাকাডাকির শব্দ শুনতে পাই।’