সিলেটে বন্ধ থাকা সরকারি তেল শোধনাগার দ্রুত চালুর আশ্বাস
সিলেটে সাড়ে পাঁচ মাস ধরে সরকারি জ্বালানি তেল শোধনাগার বন্ধ রয়েছে। বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গ্যাসের উপজাত (কনডেনসেট) থেকে জ্বালানি তেল উৎপদন করা হচ্ছে। ফলে বড় অংকের লোকসান গুণছে সরকার। একই সঙ্গে দেখা দিয়েছে তীব্র জ্বালানি তেল সঙ্কট। তাই সঙ্কট লাঘবে বন্ধ থাকা সরকারি তেল শোধনাগার দ্রুত চালুর আশ্বাস দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান আবু বকর ছিদ্দীক।
বুধবার (১০ মার্চ) বিকেলে সিলেটের জ্বালানী পরস্থিতি নিয়ে সংশ্লিস্টদের সঙ্গে মতবিনিময় সভায় বিপিসি চেয়ারম্যান এ আশ্বাস দেন।