বিধি লঙ্ঘন করে স্কুলভবন বিক্রি করে দিলেন শিক্ষক

প্রথম আলো কুমারখালী প্রকাশিত: ১০ মার্চ ২০২১, ২০:৪৩

বিধি লঙ্ঘন করে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শানপুকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অব্যবহৃত ভবন বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গত সোমবার ওই শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলমগীর হোসেন ও প্রধান শিক্ষক শহিদুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

উপজেলা প্রশাসন, স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে গোপনে সহকারী শিক্ষক হারুন-অর-রশিদ অব্যবহৃত তিন কক্ষবিশিষ্ট ভবনটি মাত্র ১৪ হাজার টাকায় শানপুকুড়িয়া গ্রামের ব্যবসায়ী বাচ্চুর কাছে বিক্রি করে দেন। বাচ্চু তাঁর লোকজন দিয়ে গত শনিবার রাতে ভবনটি ভেঙে ইট, সিমেন্টের খুঁটি ও চালের টিন বাড়ি নিয়ে যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও