 
                    
                    সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন প্রথম দিনে ভোট পড়েছে ২৮২৩টি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২১-২২) দুই দিনের নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার প্রথম দিনে ২ হাজার ৮২৩ ভোট পড়ে। দ্বিতীয় দিনে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এরপর গণনা শুরুর পালা।
নির্বাচন উপকমিটির সদস্য বি এম ইলিয়াস আজ বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের ভোট গ্রহণ হয়েছে। এবারের নির্বাচনে ভোটার ৭ হাজার ৭২১ জন, যার মধ্যে প্রথম দিনে ২ হাজার ৮২৩ জন ভোট দিয়েছেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
                        
                            
                            ১ বছর, ৭ মাস আগে
                        
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                