![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/14A8D/production/_117512648_img-20210309-wa0110.jpg)
চল্লিশ বছর আগে নিখোঁজ নেপালিকে কলকাতায় যেভাবে পাওয়া গেল
১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে নেপালের ইলাম জেলার একাতপা গ্রামের তরুণ দীপক যোশী তিমসিনা বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু তিনি আর বাড়ি ফিরে যাননি।
শেষ পর্যন্ত পরিবারের সদস্যরা তাকে দেখতে পেলো হারিয়ে যাওয়ার ৪০ বছর পর গত মাসে, কলকাতার দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে। তার এক ভাই প্রকাশ চন্দ্র তিমসিনা এসে কলকাতায় তার সাথে সাক্ষাৎ করেছেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- কারাবন্দি
- বিনা বিচারে আটক