দুই বছর ঘুরেও বিদ্যুৎ–সংযোগ পায়নি ৩৫ পরিবার
মাত্র তিনটি খুঁটি স্থাপন করলেই তাদের ঘরগুলো বিদ্যুতের আলোয় আলোকিত হতো। কিন্তু দুই বছর ধরে বিদ্যুতের কার্যালয়ে ঘুরেও কোনো ফল পায়নি তারা। এ ঘটনা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের। ওই ইউনিয়নের দুটি গ্রামের ৩৫টি পরিবার বিদ্যুৎ না পেয়ে ভোগান্তি পোহাচ্ছে। তারা দ্রুত বিদ্যুৎ–সংযোগ পেতে ৭ মার্চ জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘বিদ্যুৎ বিভাগকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে বলেছি।’