![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252Fd0d9f31d-a17f-480d-ba2c-449ec1e10bdc%252Fsunamgonj.png%3Foverlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
দুই বছর ঘুরেও বিদ্যুৎ–সংযোগ পায়নি ৩৫ পরিবার
মাত্র তিনটি খুঁটি স্থাপন করলেই তাদের ঘরগুলো বিদ্যুতের আলোয় আলোকিত হতো। কিন্তু দুই বছর ধরে বিদ্যুতের কার্যালয়ে ঘুরেও কোনো ফল পায়নি তারা। এ ঘটনা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের। ওই ইউনিয়নের দুটি গ্রামের ৩৫টি পরিবার বিদ্যুৎ না পেয়ে ভোগান্তি পোহাচ্ছে। তারা দ্রুত বিদ্যুৎ–সংযোগ পেতে ৭ মার্চ জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘বিদ্যুৎ বিভাগকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে বলেছি।’