নির্বাচনের আগপর্যন্ত আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার চায় যুক্তরাষ্ট্র
আফগানিস্তানে নতুন সংবিধান গ্রহণ এবং আগামী নির্বাচনের আগপর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য তৈরি মার্কিন পরিকল্পনায় এমনটাই প্রস্তাব করা হয়েছে। তবে এ পরিকল্পনা নিয়ে দেশটির বিবদমান গোষ্ঠীগুলোর আপত্তি রয়েছে।
যুক্তরাষ্ট্রের তৈরি ওই শান্তি পরিকল্পনার একটি খসড়া হাতে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গতকাল সোমবার সেটি পর্যালোচনা করে এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে বার্তা সংস্থাটি।
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি, বিরোধী দল ও নাগরিক সমাজের নেতা এবং তালেবান মধ্যস্থতাকারীদের সঙ্গে গত সপ্তাহে ‘ট্রানজিশনাল পিস গভর্নমেন্ট’ নামের অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন দেশটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি জালমাই খলিলজাদ।