টিকায় আগ্রহ কম, ফেরত এল ২ হাজার ডোজ

প্রথম আলো বরগুনা সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত: ০৯ মার্চ ২০২১, ১৯:৪৭

বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় করোনাভাইরাসের টিকা নিতে আগ্রহী মানুষের সংখ্যা খুবই কম। ফলে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা টিকা মেয়াদ শেষের আগেই ব্যবহারের জন্য জেলা সিভিল সার্জনের কার্যালয়ে ফেরত পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, করোনার টিকা প্রদানে মানুষকে সচেতন করার জন্য তাঁরা বিভিন্ন মাধ্যমে প্রচার–প্রচারণা চালিয়ে আসছেন। স্থানীয় মানুষের এই করোনার টিকা নিতে অনীহা রয়েছে। ফলে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৭ মার্চ দুই হাজার ডোজ করোনার টিকা ফেরত পাঠানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও