আইপিএল খেলতে স্ত্রী–সন্তানদের ছেড়ে থাকা যায় কিন্তু...
জিওফ বয়কট খেপেছেন। তিনি ক্ষুব্ধ সেই সব ক্রিকেটারের ওপর, যাঁরা দেশের হয়ে খেলার চেয়ে ‘টাকা কামানো’য় বেশি আগ্রহী। আর এই ‘টাকা কামানো’র বিষয়টা যে আইপিএল, সেটা তিনি বলেছেন সরাসরিই। ব্রিটিশ পত্রিকা ডেইলি টেলিগ্রাফে তিনি কলম ধরেছেন ইংলিশ ক্রিকেট দলের প্রধান কোচ ক্রিস সিলভারউডের একটা মন্তব্যের পর। সিলভারউড বলেছেন, আইপিএলে খেলা ইংলিশ ক্রিকেটাররা নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শুরুতে না-ও খেলতে পারেন। বয়কটের রাগ ইসিবির এমন সিদ্ধান্তে।
কারণ, সিলভারউড যখন এমনটা বলছেন, সেটি ইসিবির মত আছে বলেই বলছেন। কলামে তিনি সোজাসাপ্টাই লিখেছেন, দেশের হয়ে খেলে নাম কামানোর পরই তো আইপিএল এই খেলোয়াড়দের ডেকেছে।