সেলুনের ভেতর বিরল পাঠাগার

চ্যানেল আই দুর্গাপুর (নেত্রকোনা) প্রকাশিত: ০৯ মার্চ ২০২১, ১৬:২০

একটি সেলুন। একদিকে স্বাভাবিকভাবে চলছে চুলকাটা বা সেলুনের অন্যান্য কাজ আর অন্যদিকে চলছে বই পড়া। এমনই একটি বিরল সেলুনের দেখা মিলেছে নেত্রকোনার দুর্গাপুরে। কৃষ্ণ চন্দ্র শীল নামের এক উদ্ভাসিত তরুণ তার জীবিকার সন্ধানে নাপিতের ভূমিকায় থাকলেও তিনি চাইছেন তার সেলুনে বসে মানুষ বই পড়ুক।

তিনিই তৈরি করেছেন সেলুনের ভেতর এই জ্ঞানের পাঠশালা। তার এই ব্যতিক্রমী চিন্তায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় জলসিঁড়ি পাঠকেন্দ্রের প্রতিষ্ঠাতা দীপক সরকার। এই প্রতিষ্ঠানটি কৃষ্ণর সেলুন ভরে দেয় বই আর বই দিয়ে। কৃষ্ণ চন্দ্র শীলের মতো মানুষেরা যেন এভাবেই আলোর ফেরি করে যায় তেমনটাই চাওয়া নেত্রকোনার সব মানুষের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও