You have reached your daily news limit

Please log in to continue


জাতীয় নেতারা কেন চুপ করে বসে আছেন, প্রশ্ন কাদের মির্জার

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা বলেছেন, ‘আমাদের জাতীয় নেতারা কেন চুপ করে বসে আছেন, আমি জানি না। ওনাদের হস্তক্ষেপে যাঁরা অপরাজনীতি করেন, তাঁদের সঙ্গে আমি রাজনীতি করব না। প্রয়োজনে আওয়ামী লীগে থাকতে না পারলে আমি শিক্ষকদের প্রতিষ্ঠা করা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে কাজ করব। আমার আধিপত্য বিস্তারের দরকার নেই। আমার কাছে অস্ত্র নেই। অস্ত্র দিয়ে আমি রাজনীতি করি না।’ আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা কার্যালয়সংলগ্ন বটতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে কাদের মির্জা এসব কথা বলেন। আগের দিন সোমবার রাতে বসুরহাটের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানস্থল ও বসুরহাট বাজারে মিজানুর রহমান ওরফে বাদলের (উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক) নেতৃত্বে হামলার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন কাদের মির্জা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন