কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

উত্তরাখণ্ডে রাজনৈতিক ডামাডোল, ইস্তফা দিতে পারেন মুখ্যমন্ত্রী রাওয়াত

এইসময় (ভারত) উত্তরাখণ্ড প্রকাশিত: ০৯ মার্চ ২০২১, ১৫:১৭

একবছর বাদেই রাজ্যে নির্বাচন। তার আগেই রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে উত্তরাখণ্ডে (Uttrakhand)। সে রাজ্যে BJP দলে অস্থরিতার আবহে আজ সম্ভবত মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত (Trivendra Singh Rawat)। সূত্রের খবর, আজ বিকেল ৪টে নাগাদ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দিতে পারেন রাওয়াত।

সম্প্রতি দিল্লিতে গিয়ে BJP-র কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। এরপরই জল্পনা ছড়ায় যে,সে রাজ্যে মুখ্যমন্ত্রী বদল করতে পারে পদ্মশিবির। এর আগে, রাওয়াতের কাজের ধরণ নিয়ে দলের কাছে বেশ কয়েকজন মন্ত্রী ও বিধায়ক অসন্তোষ প্রকাশ করেন। তারপরই BJP নেতৃত্ব রদবদলের ভাবনা শুরু করে বলে চর্চা চলে। উল্লেখ্য, ২০১৭ সালে ৭০টি আসনের মধ্যে ৫৭টিতে জিতে সে রাজ্যের কুর্সি দখল করে BJP। এরপরই মুখ্যমন্ত্রী হিসেবে রাওয়াতের নাম বাছা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও