দামই নেই ব্রাজিলিয়ান কোচদের
লুইজ ফেলিপে স্কলারি, কার্লোস আলবার্তো পারেইরা, ভিসেন্তে ফিওলা, আয়মোরে মোরেইরা, মারিও জাগালো, টেলে সান্তানা, ভ্যান্ডারলি লুক্সেমবার্গো, দুঙ্গা।
মাঠের ভেতরে ফুটবলশৈলী দেখানোর জন্য যুগ যুগ ধরে কতশত ফুটবলারই তো বের হয়েছে ব্রাজিল থেকে। মাঠের বাইরে থেকে ক্ষুরধার মস্তিষ্কে কৌশল ঠিক করে দেওয়ার জন্য যোগ্য ম্যানেজার বা কোচও কি বের হয়নি? হয়েছে অনেক। ওপরের নামগুলো সেসব ম্যানেজারের, যাঁরা ফুটবল খেলাটাকে করে তুলেছেন আরও সুন্দর, আরও কৌশলী, আরও আধুনিক। কিন্তু তাঁদের পথ থেকে ভালো ব্রাজিলিয়ান কোচ বেরিয়ে আসছেন কোথায়?